মালদা

পুরাতন মালদার নলডুবি থেকে প্রচুর অসমাপ্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার, ঘটনায় ধৃত এগারো জন দুষ্কৃতি

পুরাতন মালদার নলডুবি এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার উদ্ধার হল প্রচুর অসমাপ্ত আগ্নেয়াস্ত্র। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা ব্লক সহ জেলা প্রশাসনিক মহলে।

জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পুরাতন মালদার নলডুবি এলাকার একটি বাড়িতে হানা দেয় জেলা পুলিশের একটি টিম। মালদা জেলা পুলিশের উদ্যোগে ওই বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর অসমাপ্ত আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে উদ্ধার হয় লেদ মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম। পুলিশ সুত্রে জানা গেছে, ওই বাড়িটি একজন বিহারের বাসিন্দার। সে রাজমহলের আকরাম শেখ নামক এক ব্যক্তিকে ওই বাড়িটি ভাড়া দিয়েছিল। আরও জানা যায়, ঐ বাড়ির শাটার বন্ধ করে সেখানে এই কার্যকলাপ হত বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা। এদিন এই বাড়ি থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যাদের মধ্যে বিহারের মুঙ্গের এলাকার 9 জন ও ২ জন ঝাড়খন্ডের বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা যায়। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত এখন প্লাতক রয়েছে বলে জানা গেছে।

এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ বলেন, এদিন হেড কোয়াটার ও ডি.এস.পি ডি এন. টি-র নেতৃত্বে এক পুলিশ দল হানা দেয় পুরাতন মালদার নলডুবি এলাকার একটি বাড়িতে। বাড়ি লাগোয়া ঘেড়া এলাকায় অস্ত্র তৈরি করছিল এমন নাইন এম এম ও সেভেন এম এম পিস্তল তৈরি করা হচ্ছিল। সেই সঙ্গে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জিঞ্জাসাবাদ করে সমস্ত তথ্য জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/6tim34t4O-I